Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ৩০.০৮.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও রাজবাড়ী জেলা প্রশাসন এর সমন্বয়ে সদর, রাজবাড়ী ও কালুখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
বিস্তারিত

**বিএসটিআই, ফরিদপুর *

***মোবাইল কোর্ট***

 (ওজন ও পরিমাপ যাচাই)


অদ্য ৩০.০৮.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও রাজবাড়ী জেলা প্রশাসন এর সমন্বয়ে সদর, রাজবাড়ী ও কালুখালী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ

(১) মেসার্স শেখ ফিলিং স্টেশন, মোহনপুর ,কালুখালী,রাজবাড়ি প্রতিষ্ঠানটির পেট্রোলের০২টি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ১২০ মিলিলিটার ও ৭০ মিলিলিটার কম পাওয়া যায় ,ডিজেলের ০৩টি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৬০ মিলিলিটার, ৬০ মিলিলিটার ও ৫০ মিলিলিটার কম পাওয়া যায় এবং অকটেনে ০১টি ডিসপেন্সিং ইউনিটে  প্রতি ১০ মিলিলিটারে ১২০ মিলিলিটার কম পাওয়ায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮' অনুযায়ী ২৯/৪৬ ধারায় ১০,০০০/ (দশ হাজার)টাকা জরিমানা করা হয় ।

(২) মেসার্স রাজবাড়ী ফিলিং স্টেশন,শ্রীপুর,সদর,রাজবাড়ী প্রতিষ্ঠানটির পেট্রোল,ডিজেল, অকটেন পরিমাপ করে পরিমাপে সঠিক পাওয়া যায়।

(৩) মেসার্স  কাজী ফিলিং স্টেশন , মুরগির ফার্ম ,রাজবাড়ী প্রতিষ্ঠানটির ডিজেল,পেট্রোল, অকটেন পরিমাপ করে পরিমাপে সঠিক পাওয়া যায়।

উক্ত প্রতিষ্ঠান দুইটিকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ সাইদুল ইসলাম নেতৃত্বে পরিচালিত হয়।প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোসাঃ আলেয়া খাতুন,পরিদর্শক ( মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
30/08/2022
আর্কাইভ তারিখ
29/08/0203