*বিএসটিআই, ফরিদপুর*
**মোবাইল কোর্ট**
(ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ )
মোবাইল কোর্টের স্থানঃ ফরিদপুর সদর
৩ টি প্রতিষ্ঠানে সর্বমোট ৩৫,০০০.০০ (পয়ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
অদ্য ৩০.১০.২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআই , ফরিদপুর ও ফরিদপুর জেলা প্রশাসনের সমন্বয়ে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে
(১) মেসার্স ফরিদপুর পেট্রোলিয়াম সার্ভিস, গোয়ালচামট , সদর, ফরিদপুর প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার স্ট্যান্ডার্ড মিজার দ্বারা পরিমাপে ০২ টি ডিজেল ডিসপেনসিং ইউনিটে যথাক্রমে ৪২০ মিঃ লিঃ ও ৮০ মিঃলিঃ ; ১ টি পেট্রোল ইউনিটে ১৮০ মিঃলিঃ এবং একটি অকটেন ডিসপেনসিং ইউনিটে ১৬০ মিঃলিঃ তেল কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ২০,০০০.০০(বিশ হাজার টাকা) জরিমানা করা হয়।
২। মেসার্স হাসান ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানটির পানির জারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য, নিট পরিমাণ ইত্যাদি তথ্য উল্লেখ নেই এবং মোড়কজাত সনদ না থাকার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০,০০০.০০ (দশ হাজার টাকা) জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিকে দ্রুততম সময়ে পানির গুণগত মান সনদ ও মোড়কজাত নিবন্ধন সনদের জন্য আবেদন করার নির্দেশ প্রদান করা হয়।
৩। মেসার্স খান বেকারি, নিলটুলি, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানটির বিস্কুট, পাউরুটি পণ্যসমূহের মোড়কে বিধি মোতাবেক সকল তথ্য না থাকায় এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে বিক্রয়, বিতরণ করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫,০০০.০০ ( পাচ হাজার টাকা) জরিমানা করা হয়।
এছাড়াও
মেসার্স প্রগতি পেট্রোলিয়াম সার্ভিস, সদর, ফরিদপুর ; মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন,মুন্সী বাজার সদর, ফরিদপুর ;
মেসার্স মিনিবাস ফিলিং স্টেশন, বাখুন্ডা, সদর, ফরিদপুর; মেসার্স ফজিলত নেছা ফিলিং স্টেশন, আলিয়াবাদ, সদর, ফরিদপুর প্রতিষ্ঠানগুলোর ডিসপেনসিং ইউনিটে তেল সরবরাহ সঠিক পাওয়ায় ম্যানেজারদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব জিয়াউর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়,ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোঃ শাহজাহান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন। এছাড়াও উক্ত মোবাইল কোর্টে জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম), উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস