**বিএসটিআই, ফরিদপুর **
***মোবাইল কোর্ট***
(পণ্যের মান নিয়ন্ত্রন)
(জরিমানা - ১৫,০০০/-)
অদ্য ৩০.১০.২৩ খ্রিঃ তারিখে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা প্রশাসন এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে:
১. ঢাকা বেকারী, কালিবাড়ী, লস্করদিয়া বাজার, নগরকান্দা, ফরিদপুর সিএম লাইসেন্স নবায়ন ব্যতিরেকে বিস্কুট ও পাউরুটি পণ্য বিক্রয় ও বাজারজাত করায় "বিএসটিআই আইন - ২০১৮" এর ৩০ ধারা অনুযায়ী ১৫,০০০/- (পনেরো হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি জনাব মোঃ মঈনুল হক, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিস, নগরকান্দা, ফরিদপুর এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসাবে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস