অদ্য ৩১-১০-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্ন লিখিত প্রতিষ্ঠান সমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে প্যাকেজের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য এবং ওয়েব্রিজ/ওজনযন্ত্র স্ট্যাম্পিংয়ের পরামর্শ দেওয়া হয়।
১.নিউ জুলহাস মিয়া এন্ড সন্স ট্রেডার্স, আলীপুর, সদর, ফরিদপুর ( ডিজিটাল স্কেল )
২.এইচ এফ সি বেকারি এন্ড পেস্টি সপ, খাবাসপুর, সদর, ফরিদপুর ( পণ্য: পাউরুটি ও কেক )
৩.মেসার্স খাজা ট্রেডার্স, পশ্চিম আলীপুর, সদর, ফরিদপুর ( ডিজিটাল স্কেল)
৪.এ ওয়ান ফুড এন্ড পেস্টি, ময়রাপট্টি, সদর, ফরিদপুর (ব্রেড, বিস্কুট ও কেক)
৫.মেসার্স খান ট্রেডার্স, পশ্চিম আলীপুর, সদর, ফরিদপুর ( ডিজিটাল স্কেল)
৬.মেসার্স জাহাঙ্গীর স্টোর, পশ্চিম আলীপুর, সদর, ফরিদপুর ( ডিজিটাল স্কেল)
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সহকারি পরিচালক(মেট) এর নেতৃত্বে জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস