*বিএসটিআই, ফরিদপুর*
*সার্ভিল্যান্স অভিযান*
(ওজন ও পরিমাপ সংক্রান্ত)
গত ০৩-০১-২০২৪ খ্রি. তারিখে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানের কার্যক্রম নিম্নরূপ:
১. মেসার্স তোফাজ্জেল ফিলিং স্টেশন, বাখুণ্ডা, সদর, ফরিদপুর -এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
২. মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন, ভাংগা-ফরিদপুর সড়ক, ভাংগা, ফরিদপুর -এর ডিসপেন্সিং ইউনিট যাচাই করে সঠিক পাওয়া যায়।
৩. মেসার্স লতিফ শাহ ফাস্টফুড এন্ড বেকারি, মালিগ্রাম বাজার, ভাংগা, ফরিদপুর -এর ২টি পণ্যের (কেক, ব্রেড) অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ না থাকায়, দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।
৪. নায়েম বেকারি, কাওলিবেড়া, ভাংগা, ফরিদপুর -এর ২টি পণ্যের (বিস্কুট , ব্রেড) অনুকূলে পণ্য মোড়কজাতকরণ সনদ না থাকায়, দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ প্রদান করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআই ফরিদপুরের কর্মকর্তা জনাব মোসাঃ আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও জনাব প্রকৌ. মো. হাসিবুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহন করেন।
জনস্বার্থে বিএসটিআই ফরিদপুরের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস