Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
গত ০৩-০৯-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

গত ০৩-০৯-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়। 

উক্ত সার্ভিল্যান্স অভিযানে নিম্ন লিখিত প্রতিষ্ঠান সমূহকে তাদের উৎপাদিত পণ্যের অনুকূলে দ্রুত গুণগত মানের ও প্যাকেজের লাইসেন্স গ্রহণ/নবায়নের জন্য এবং ওয়েব্রিজ স্ট্যাম্পিংয়ের পরামর্শ দেওয়া হয়। 

১.রয়েল ফ্লাওয়ার মিলস, মধুখালী, ফরিদপুর (আটা,ময়দা, ভুষি ও ওয়েব্রিজ)

২.গোল্ডেন প্লাস ডিজিটাল স্কেল, কুমারখালি, মধুখালী, ফরিদপুর (ওয়েব্রিজ)

৩. গোল্ডেন জুট মিলস, বাগাট, মধুখালী, ফরিদপুর  (ওয়েব্রিজ)

৪.ভাই ভাই বেকারী, কামারখালী, মধুখালী, ফরিদপুর (ব্রেড, বিস্কুট) 

৫.তুষার বেকারি, কামারখালি, মধুখালী, ফরিদপুর (ব্রেড, বিস্কুট)  

৬. বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার, বাগাট বাজার, মধুখালী, ফরিদপুর (ঘি,সুইটমিট)

৭. ও আর খান এগ্রো ফুড লিমিটেড, চর চন্দনা,মধুখালি,ফরিদপুর (মোড়কজাত) 

৮. রাজ্জাক জুট মিলস, চর চন্দনা,মধুখালী, ফরিদপুর  (ওয়েব্রিজ)

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মিথুন দাস, সহকারি পরিচালক(মেট) এর নেতৃত্বে জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট)  এবং জনাব এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার(সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
03/09/2024
আর্কাইভ তারিখ
02/09/2026