গত ০৬-১১-২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর ও রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স নিম্নলিখিত প্রতিষ্ঠান সমূহে পরিচালনা করা হয়।
১. মেসার্স কাজী ফিলিং স্টেশন, ভবানীপুর, সদর, রাজবাড়ী এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায় ।
২. মেসার্স পলাশ ফিলিং স্টেশন, শ্রীপুর, সদর, রাজবাড়ী এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপে সঠিক পাওয়া যায় কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় অতিসত্বর ক্যালিব্রেশন করার তাগাদা দেওয়া হয় ।
৩. মেসার্স রাজবাড়ী ফিলিং স্টেশন, শ্রীপুর, সদর, রাজবাড়ী এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ যাচাই করে সঠিক পাওয়া যায় কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সতর্ক করা হয়।
৪. মেসার্স করিম ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০ মি. লি. কম পাওয়ায় কঠোরভাবে সতর্ক করা হয়।
৫. মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড় ,সদর, রাজবাড়ী এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ গ্রহণযোগ্য ত্রুটি সিমার মধ্যে পাওয়া যায় কিন্তু আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ক্যালিব্রেশনের জোর তাগিদ দেয়া হয়।
৬. মেসার্স লাম ফিলিং স্টেশন, শিবরামপুর, সদর, ফরিদপুর এর এর পেট্রোল ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায়।
৭. মেসার্স সাদ ফিলিং স্টেশন , শিবরামপুর ,সদর, ফরিদপুর এর পেট্রোল, অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা অবস্থায় পাওয়া যায়।
উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোহাম্মদ সাইফুর রহমান, সহকারী পরিচালক ( মেট) এর নেতৃত্বে জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট), জনাব মোশাররফ হোসেন, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস