*বিএসটিআই, ফরিদপুর*
বাজার সার্ভিলেন্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা সাধারণ যাতে মানসম্মত পণ্য পেতে পারেন তার জন্য বিএসটিআই, ফরিদপুর কর্তৃক রমজান মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ ২৮-০৩-২০২৩ তারিখে ফরিদপুর শহরে জনাব মোসাঃ আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব রিয়াজুল আলম রিফাত, পরীক্ষক (রসায়ন) এর ৩ সদস্যবিশিষ্ট একটি সার্ভিল্যান্স টিম বের হয়। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী বাজার, বাগাট বাজার, কামারখালী বাজার প্রভৃতি বাজারের বিভিন্ন ফলের দোকানে, ইফতার সামগ্রী তৈরির দোকানে, দই-মিষ্টির দোকানে ও মুরগি-মাছ-মাংসের বাজারে পণ্যের ওজন পরিমাপক যন্ত্র সঠিক আছে কিনা যাচাই করা হয়। সবগুলো দোকান ও বাজারেই ওজন পরিমাপক যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে। তবে কয়েকটি দোকানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় অতিসত্বর ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়। ইফতার সামগ্রীতে রঙ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। মধুখালী বাজার ও বাগাট বাজারের দই-মিষ্টির দোকানের বেশ কয়েকটিতে বিএসটিআইয়ের গুণগত মানের লাইসেন্স ও প্যাকেজিংয়ের লাইসেন্স পাওয়া যায় নি। তাদেরকে দ্রুততার সাথে লাইসেন্স নেওয়ার জন্যে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়। মধুখালী বাজার ও কামারখালী বাজারের কিছু কাপড়ের দোকান থেকে "গজ স্কেল" জব্দ করা হয় এবং তাদেরকে "মিটার স্কেল" ব্যবহার করার জন্যে পরামর্শ দেওয়া হয়। এছাড়া রয়েল ফ্লাওয়ার ইন্ডাস্ট্রিজ লিঃ, মধুখালী, ফরিদপুর নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিএসটিআইয়ের গুণগত মানের ও প্যাকেজিংয়ের হালনাগাদ লাইসেন্স পাওয়া যাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত অভিযানের কিছু চিত্র :
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস