Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাজার সার্ভিলেন্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
বিস্তারিত

*বিএসটিআই, ফরিদপুর*

বাজার সার্ভিলেন্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)


পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা সাধারণ যাতে মানসম্মত পণ্য পেতে পারেন তার জন্য বিএসটিআই, ফরিদপুর কর্তৃক রমজান মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ ০২-০৪-২০২৩ তারিখে ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় জনাব মিথুন দাস, সহকারী পরিচালক (মেট) এর নেতৃত্বে জনাব মোসাঃ আলেয়া খাতুন (মেট) ও প্রকৌঃ এস, এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে মোট ৩ সদস্যবিশিষ্ট একটি সার্ভিল্যান্স টিম বের হয়। ফরিদপুর জেলার সদরপুর উপজেলার সদরপুর বাজারের বিভিন্ন ফলের দোকানে, ইফতার সামগ্রী তৈরির দোকানে, দই-মিষ্টির দোকানে পণ্যের ওজন পরিমাপক যন্ত্র সঠিক আছে কিনা যাচাই করা হয়। সবগুলো দোকান ও বাজারেই ওজন পরিমাপক যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে। তবে কয়েকটি দোকানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় অতিসত্বর ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়। ইফতার সামগ্রীতে রঙ ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। সদরপুর বাজারের দই-মিষ্টির দোকানের বেশ কয়েকটিতে বিএসটিআইয়ের গুণগত মানের লাইসেন্স ও প্যাকেজিংয়ের লাইসেন্স পাওয়া যায় নি। তাদেরকে দ্রুততার সাথে লাইসেন্স নেওয়ার জন্যে আবেদন করতে পরামর্শ দেওয়া হয়। এছাড়া মা বাবার দোয়া বেকারী, আড়াই রশি, সদরপুর, ফরিদপুর; মৌসুমী বেকারী, সাড়ে সাত রশি, সদরপুর, ফরিদপুর; এএফসি বেকারী, সাড়ে সাত রশি, সদরপুর, ফরিদপুর; দাস বেকারী, সাড়ে সাত রশি, সদরপুর, ফরিদপুর প্রভৃতি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তাদের মধ্যে মা বাবার দোয়া বেকারী প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের গুণগত মানের লাইসেন্স ও প্যাকেজিংয়ের লাইসেন্স পাওয়া যাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বাকি বেকারীগুলোকে অতিসত্বর বিএসটিআইয়ের গুণগত মানের লাইসেন্স হালনাগাদ করার ও প্যাকেজিংয়ের লাইসেন্স নেওয়ার জন্য তাগাদা দেওয়া হয়। এছাড়াও রংধনু ফিলিং স্টেশন, সদর, ফরিদপুর; তোফাজউদ্দিন ফিলিং স্টেশন, মহিলা রোড, নগরকান্দা, ফরিদপুর; জাকের ফিলিং স্টেশন, বাইশ রশি, সদরপুর, ফরিদপুর প্রভৃতি প্রতিষ্ঠানে অকটেন পরিমাপ করে সঠিক পাওয়ায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উক্ত অভিযানের কিছু চিত্রঃ

ডাউনলোড
প্রকাশের তারিখ
02/04/2023
আর্কাইভ তারিখ
02/04/2024