Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিএসটিআই, ফরিদপুর* বাজার সার্ভিলেন্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)
বিস্তারিত

*বিএসটিআই, ফরিদপুর*

বাজার সার্ভিলেন্স অভিযান (পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত)


পবিত্র রমজান উপলক্ষে ভোক্তা সাধারণ যাতে মানসম্মত পণ্য পেতে পারেন তার জন্য বিএসটিআই, ফরিদপুর কর্তৃক রমজান মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে আজ ২৭-০৩-২০২৩ তারিখে ফরিদপুর শহরে জনাব প্রকৌঃ শশী কান্ত দাস, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে একটি সার্ভিল্যান্স টিম বের হয়। ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার তিতুমীর বাজার, শরীয়তুল্লাহ বাজার প্রভৃতি বাজারের বিভিন্ন ফলের দোকানে, ইফতার সামগ্রী তৈরির দোকানে, বিভিন্ন মুদি ও মসলার দোকানে মুরগি-মাছ-মাংসের বাজারে ও সবজি বাজারে পণ্যের ওজন পরিমাপক যন্ত্র সঠিক আছে কিনা যাচাই করা হয়। সবগুলো দোকান ও বাজারেই ওজন পরিমাপক যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গেছে। তবে কয়েকটি দোকানে ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় অতিসত্বর ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য পরামর্শ দেওয়া হয়। এছাড়া ইফতার সামগ্রীতে রং ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়েছে। এছাড়া ফরিদপুর নিউমার্কেটের কিছু কাপড়ের দোকান থেকে "গজ স্কেল" জব্দ করা হয় এবং তাদেরকে "মিটার স্কেল" ব্যবহার করার জন্যে পরামর্শ দেওয়া হয়। উক্ত অভিযানের কিছু চিত্র :

ডাউনলোড
প্রকাশের তারিখ
27/03/2023
আর্কাইভ তারিখ
26/03/2024