*বিএসটিআই, ফরিদপুর*
*মোবাইল কোর্ট*
জেলাঃ ফরিদপুর
পবিত্র রমজান মাস উপলক্ষে ভোক্তা সাধারণ যাতে মানসম্মত পণ্য পেতে পারেন তারই অংশ হিসেবে আজ ১০-০৪-২০২৩ তারিখে ফরিদপুর জেলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ খায়রুজ্জামান, জেলা প্রশাসক এর কার্যালয়, ফরিদপুর এর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ফরিদপুর জেলার কানাইপুর বাজার, হেলিপোর্ট বাজার প্রভৃতি এলাকায় বিভিন্ন ফলের দোকানে, ইফতার সামগ্রী তৈরির দোকানে, বিভিন্ন মুদির দোকান, বিভিন্ন মিষ্টান্ন ভান্ডার ও স্বর্নের দোকানে পণ্যের ওজন পরিমাপক যন্ত্র সঠিক আছে কিনা যাচাই করাসহ মূল্য তালিকা, সিএম ও মোড়কজাতকারক সনদ যাচাই কর পরামর্শ দেওয়া হয়। ইফতার সামগ্রীতে রং ব্যবহার করা থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠান গুলোকে সতর্ক করা হয়েছে।
এছাড়াও একটি মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ১০০০/- ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।
উক্ত অভিযানে সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আব্দুল মতিন, ফিল্ড অফিসার (সিএম); জনাব মোসা: আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট);
জনাব মোঃ বজলুর রশিদ, স্যানিটারী ইন্সপেক্টর, ফরিদপুর। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস