শিরোনাম
০৪-০১-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআইয়ের ফরিদপুর অফিস কর্তৃক সার্ভিলেন্সর অভিযান পরিচালনা।
বিস্তারিত
অদ্য ০৪-০১-২০২২ খ্রিঃ তারিখে বিএসটিআইয়ের ফরিদপুর অফিস কর্তৃক সার্ভিলেন্সর মাধ্যমে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানেঃ
১। হায়াত ড্রিংকিং ওয়াটার, ফরিদপুর সদর, ফরিদপুর কর্তৃক উৎপাদিত ড্রিংকিং ওযাটার
২। নিউ হায়াত কেমিক্যাল কোংঃ, ইশানপুর, অম্বিকাপুর, সদর, ফরিদপুর কর্তৃক উৎপাদিত টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ডিটারজেন্ট পাউডার, মশার কয়েল
৩। চাঁদনী কালেকশন, কলেজ রোড, ঝিলটুলী, ফরিদপুর কর্তৃক আমদানীকৃত শ্যাম্পু, লিপস্টিক, স্কিন ক্রিম, নেইল পলিশ, বডি লোশন
৪। ফরিদপুর দধি ভান্ডার, গোয়ালচামট মহিম স্কুল মোড়, ফরিদপুর কর্তৃক উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই)
এর অনুকূলে সিএম লাইসেন্স/ছাড়পত্র গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত সার্ভিেলন্স অভিযানে বিএসটিআইয়ের ফরিদপুর অফিসের কর্মকর্তা জনাব ফিরোজ আহম্মেদ, সহকারী পরিচালক (সিএম), জনাব মোঃ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম), জনাব এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেণ। জনস্বার্থে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।