*মোবাইল কোর্ট*
(পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই)
অদ্য ০৯.০৬.২০২২ খ্রিঃ তারিখে রাজবাড়ী জেলা প্রশাসন ও বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর
এর সমন্বয়ে রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে উক্ত অভিযানে বিএসটিআই এর গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ব্যতিত নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে বিস্কুট ও কেক পণ্য উৎপাদন পূর্বক গুণগত মানচিহ্ন ব্যবহার করে বিক্রয়- বিতরণ এবং বাজারজাত করার অপরাধে মেসার্স মেঘলা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, আহলাদিপুর, গোয়ালন্দ মোড়, সদর, রাজবাড়ী নামীয় প্রতিষ্ঠানকে 'বিএসটিআই আইন, ২০১৮' অনু্যায়ী ১৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়াও মেসার্স সপ্তবর্ণা ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়, রাজবাড়ী এবং মেসার্স করিম ফিলিং স্টেশন, গোয়ালন্দ মোড়, রাজবাড়ী এর ডিজেল, অকটেন ও পেট্রোল এর ৬ টি ডিসপেন্সিং ইউনিট ০৫ লি. পরিমাপে সঠিক পাওয়া যাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিএসটিআই, ফরিদপুর এর ফিল্ড অফিসার (সিএম), জনাব আব্দুল মতিন এবং পরিদর্শক জনাব মোছাঃ আলেয়া খাতুন উক্ত অভিযানে অংশগ্রহন করেন। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস