১। মেসার্স রনি সুইটস, টেপাখোল ব্যাংকের মোড় ফরিদপুরএর ২ কেজি ফারমেন্টেড মিল্ক এ ১৫ গ্রাম ও ১ কেজি ফারমেন্টেড মিল্ড ১০০ গ্রাম কম পাওয়ায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ধারা ২৯/৪১ ধারা অনুযায়ী ৪,০০০/ (চার হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
২। মেসার্স সুমন সুইট টেপাখোল ব্যাংকের মোড় ফরিদপুরএর দই লেভেল মোড়কজাত করন বিধি লংঙ্গনের দায়ের ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ধারা ২৯/৪৬ ধারা অনুযায়ী ১৫,০০০/ (পনের হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
৩। মেসার্স জেকে ফিলিং স্টেশন, সিএমবিঘাট, টেপাখোলা, ফরিদপুর। পেট্রোল পাম্প ০৫ পেট্রোলে ৪০ মিলিমিটার কম পাওয়ার ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ধারা ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০,০০০/ (তিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
৪। মেসার্স রিয়ো ফিলিং স্টেশন, সিএমবিঘাট, টেপাখোলা, ফরিদপুর। পেট্রোল পাম্পে ৫ লিটার ডিজেলের১২০ মিলি লিটার কম পাওয়ার ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ধারা ২৯/৪১ ধারা অনুযায়ী ৩০,০০০/ (তিশ হাজার) টাকা মাত্র জরিমানা করা হয়।
মামলাঃ ০৪ টি
জরিমানাঃ ৭৯,০০০/- কথায়: (উনআশি হাজার) টাকা মাত্র।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস