শিরোনাম
১৮-০১-২০২২ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত প্রসঙ্গে।
বিস্তারিত
গত ১৮-০১-২০২২ তারিখে ফরিদপুর জেলার সদর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসাদুর রহমান নেতৃত্বে বিএসটিআই ফরিদপুর অফিস ও ফরিদপুর জেলা পুলিশের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে পাউরুটি, বিস্কুট পণ্য বিক্রি-বিতরণ করায় লামিয়া ফুড কর্নার, বায়তুল আমান, সদর, ফরিদপুর বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে পাউরুটি, বিস্কুট, কেক বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইনে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তা ভোক্তা অধিকার আইনে আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের ফরিদপুর অফিসের কর্মকর্তা জনাব মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।