শিরোনাম
২২-১২-২০২১ তারিখে রাজবাড়ী জেলার সদর উপজেলার ভ্রাম্যমান আদালত প্রসঙ্গে।
বিস্তারিত
গত ২২-১২-২০২১ তারিখে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আসাদুজ্জামান-এর নেতৃত্বে বিএসটিআই, ফরিদপুর অফিস ও রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে বিস্কুট পন্যের মোড়কে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী ৪,০০০ (চার হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সাথে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর ও বিএসটিআই, ফরিদপুর এর সহযোগিতায় মেসার্স এ বি সি ২ ব্রিকস, লক্ষিপুর, বসন্তপুর, রাজবাড়ী ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন’২০১৯ এর ১৫(১) ধারায় ১,০০,০০০.০০ (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের ফরিদপুর অফিসের কর্মকর্তা প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে
গত ২০-১২-২০২১ তারিখে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আশিকুৃর রহমান চৌধুরী-এর নেতৃত্বে বিএসটিআই ফরিদপুর অফিস ও মধুখালী উপজেলা পুলিশের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে চানাচুর ও চিপস পন্যের মোড়কে বিএসটিআই’র লোগো/মনোগ্রাম ব্যবহার করায় বিএসটিআই আইন’২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫,০০০.০০ (পচিঁশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের ফরিদপুর অফিসের কর্মকর্তা প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

