শিরোনাম
২৪-১১-২০২১ তারিখে রাজবাড়ী জেলার সদর উপজেলার ভ্রাম্যমান আদালত প্রসঙ্গে।
বিস্তারিত
গত ২৪-১১-২০২১ তারিখে রাজবাড়ী জেলার সদর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার এর নেতৃত্বে বিএসটিআই ফরিদপুর অফিস ও রাজবাড়ী জেলা কালুখালী উপজেলা পুলিশের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যাতিরেকে পাউরুটি, বিস্কুট পণ্য বিক্রি-বিতরণ করায় মেসার্স ফুলটাইম বেকারি এন্ড ফুড প্রোডাক্টস, রতনদিয়া বাজার, কালুখালী, রাজবাড়ীকে ১০,০০০.০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের ফরিদপুর অফিসের কর্মকর্তা প্রকৌঃ এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।