*বিএসটিআই, ফরিদপুর*
*মোবাইল কোর্ট*
**স্থান: বোয়ালমারী, ফরিদপুর
জরিমানাঃ ১৫,০০০/-**
২৮.০২.২০২৪ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবঅদ্যস্থা গ্রহন করা হয়েছেঃ
১। মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন, আমগ্রাম, বোয়ালমারী, ফরিদপুর এর পেট্রোল ও অকটেন এর ডিসপেন্সিং ইউনিটে প্রতি ৫ লিটারে যথাক্রমে ৩০ মিলি ও ৮০ মিলি কম পাওয়া যাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারা মোতাবেক ৫,০০০/- জরিমানা করা হয়।
২। মেসার্স মুন্নী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ওয়াপদা মোড়, বোয়ালমারী, ফরিদপুর ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করায় বিএসটিআই আইন-২০১৮ এর ৩০/৩০ ধারা মোতাবেক ১০,০০০/- জরিমানা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস